দ্বিতীয়বার ঢাকার মঞ্চে আসছেন ভারতীয় শিল্পী `অনুভ জৈন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৪২, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৫৭, ২৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশে আসছেন ভারতীয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুভ জৈন। দ্বিতীয়বারের মতো ঢাকার মঞ্চ মাতাবেন ভারতীয় এ সংগীতশিল্পী। তরুণ প্রজন্মের এই গায়কের ঢাকায় আসার সংবাদ নিশ্চিত করেছে আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশনস।
শুক্রবার (২৪ অক্টোবর) 'ট্রিপল টাইম কমিউনিকেশনস'র অফিশিয়াল পেজে একটি ভিডিওতে দেখা যায়, গায়ক অনুভের গানের ভিডিও। ঐ পর্দায় ভেসে ওঠে অনুভ নভেম্বরেই ঢাকায় আসবেন।
ক্যাপশনে লেখা, ` অরোরা নাইট চলছে! নভেম্বরের আকাশ, শীতের হাওয়া, বাতাসে বারিশেইন। জাদুর সাথে রাত হোক আলোকিত, মিস করবেন না!‘ অরোরা নাইট কনসার্টের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে কনসার্টটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি আয়োজকরা।
২০২৩ সালে প্রথমবার অনুভ জৈন বাংলাদেশে আসেন। `লেটস ভাইভ ঢাকা‘ শিরোনামের কনসার্টে অংশ নেন তিনি। কনসার্টে অনুভের সঙ্গে ছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী তাহসান, প্রীতম হাসান এবং জেফার পারফর্ম করেছিলেন।
নতুন ধারার গান দিয়ে যাত্রা শুরু ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া ও বেড়ে ওঠা তরুণ শিল্পী অনুভ জৈন'র। তিনি ১০ বছর আগে ২০১২ সালে নিজের লেখা গান `মেরি বাতমে তু" ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ‘বারিশেইন’ গানের মাধ্যমে। গায়কের জনপ্রিয় গানের মধ্যে অন্যতম, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’ ইত্যাদি গান।
