রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

দুঃখ নিয়ে দেশ ছেড়ে মল্লিকা এখন লস অ্যাঞ্জেলেসে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:১০, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৫৭, ২৫ অক্টোবর ২০২৫

দুঃখ নিয়ে দেশ ছেড়ে মল্লিকা এখন লস অ্যাঞ্জেলেসে

গতকাল ২৪ অক্টোবর ছিল বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের জন্মদিন। একসময়ে হিন্দি সিনেমার নিয়মিত অভিনেত্রী ছিলেন তিনি। শুধু পর্দায় চুমু খাওয়ার কারণে তাঁকে বলা হতো তিনি ‘নৈতিকতাহীন’ অভিনেত্রী পড়তে হয় বুলিং ও হয়রানির মুখে। সেই দুঃখে দেশ ছেড়ে এখন লস অ্যাঞ্জেলেসে থাকেন তিনি। জন্মদিনে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এ তারকা।

অভিনয় জীবনের শুরু

টেলিভিশন বিজ্ঞাপনচিত্র দিয়ে মল্লিকার প্রথম অভিনয় শুরু করেন। শাহরুখ খানের সঙ্গে ও অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। এরপর ‘খোয়াইশ’ ও ‘মার্ডার’ সিনেমায় অভিনয় করে দ্রুতই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। হরিয়ানার এক ছোট্ট গ্রামের ঐতিহ্যবাহী জাট পরিবারে জন্ম মল্লিকার। পরিবার থেকে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও তাঁকে একাই সামনে এগিয়ে যেতে হয়। মুম্বাইয়ে আসার পর ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান তৈরি করতে থাকেন তিনি।

একজন সাহসী অভিনেত্রী

বরাবরই মল্লিকা সাহসী চরিত্রে অভিনয় করেছেন। বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, "মিডিয়ার একাংশ আমাকে খুব বুলিং করেছে, হয়রানিও করেছে। আর এটা আমাকে সত্যিই কষ্ট দিত…এবং বেশির ভাগই ছিল নারী। পুরুষরা কখনোই আমার প্রতি সমস্যা ছিল না। পুরুষেরা সব সময় আমাকে সমর্থন করেছে।" তিনি আরও জানান, "আমি বুঝতে পারতাম না, নারীরা কেন আমার বিরুদ্ধে, কেন এত খারাপ আচরণ আমার প্রতি? তখনই আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম কিছুদিনের জন্য। কারণ, একটু বিরতি দরকার ছিল। তবে এখন তারা আমাকে অনেক বেশি গ্রহণ করছে, ভালোবাসছে—যা আমি ভীষণ উপভোগ করছি।"

নৈতিকতাহীন নারীর অভিযোগ

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, "আমাকে নিয়ে অনেক অভিযোগ, সমালোচনা ছিল। তুমি যদি ছোট স্কার্ট পরো, পর্দায় চুমু খাও—তাহলে তুমি এক 'নৈতিকতাহীন নারী'। এটাই আমার ক্ষেত্রেও হয়েছে।" তিনি আরও জানান, "অনেক সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ, অনেক নায়ক আমার একান্ত সঙ্গ চেয়েছে। তাদের ভাষ‍্য, 'পর্দায় যখন করতে পারে, তাহলে পর্দার বাহিরে করতে সমস্যা কোথায়?' এ কারণেই আমি বহু ছবির কন্ট্রাক্ট হারিয়েছি।"

বর্তমান সময় 

তিনি জনপ্রিয় মার্কিন টক শো ‘জিমি কিমেল লাইভ’ ও ‘দ্য এলেন ডিজেনারেস শো’তে অতিথি হয়ে গেছেন। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দৈনন্দিন জীবনযাপনের ছবি শেয়ার করেন। সমালোচনা, সাফল্য, ব্যর্থতা সবকিছু ছাপিয়ে লড়াই করে নিজের মতো করে আছেন অভিনেত্রী। গতবছর রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ (২০২৪) ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্রে ফিরেছেন তিনি।

তথ‍্যসূত্র: দৈনিক জাগরণ, বলিউড বাবল, পিটিআই

আরও পড়ুন