বলিউড অভিনেতা সতীশ শাহ আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:১৬, ২৫ অক্টোবর ২০২৫
আজ ২৫ অক্টোবর দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় বলিউড অভিনেতা সতীশ শাহ আর নেই। ৭৪ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে কিডনি প্রতিস্থাপন করিয়েও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত চলেই গেলেন এই বরেণ্য অভিনেত।
চার দশকের বেশি সময় ধরে বলিউডে সক্রিয় থাকা সতীশ শাহ উপহার দিয়েছেন অনেক স্মরণীয় চরিত্র। "যানে ভি দো ইয়ারো" ছবির কমেডি চরিত্রে তাঁর অভিনয় ব্যপক জনপ্রিয়তা এনে দেয় তাকে।
এরপর তিনি উপহার দিয়েছেন ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’-এর মতো বহু জনপ্রিয় ছবি। কমেডি ছাড়াও সব ধরনের চরিত্রে অনন্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এছাড়া ‘সারাভাই বনাম সারাভাই’-এর ইন্দ্র বর্ধন সারাভাই চরিত্র তাঁর সবচেয়ে স্মরণীয় টেলিভিশন চরিত্র।
নিখুঁত কমেডি, টাইমিং, আর বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে চরিত্রকে দর্শকের হৃদয়স্পর্শী চিরস্থায়ী করে গেছেন তিনি। ’৮০-এর দশকের বিখ্যাত সিরিয়াল ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-তে তাঁর অভিনয় ছিল দর্শকনন্দিত। গুণী শিল্পী সতীশ শাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
