সন্ধায় ঢাবির জহুরুল হক হলে ‘কুরআনী মজলিস’
তানভীর আহমাদ তারীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ০৯:৫৭, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪১, ২৪ অক্টোবর ২০২৫
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মসজিদে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে কুরআনী মজলিস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আত্মশুদ্ধিমূলক অনুষ্ঠানের ধারাবাহিকতায় এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও কুরআন গবেষক শায়খ আতীকুল্লাহ।

অনুষ্ঠানটির আয়োজক সূত্রে জানা যায়, মজলিসটিতে পবিত্র কুরআনের আলোকে হেদায়েতমূলক আলোচনা এবং আত্মিক পরিশুদ্ধির বিষয়ে বিশেষ নসিহত পেশ করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সম্পর্কে আয়োজকদের একজন বলেন, ‘আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞানে নয়, বরং ঈমান, আমল ও চরিত্রেও আলোকিত হোক। কুরআনের এই মজলিস সেই প্রচেষ্টারই অংশ।’
উল্লেখ্য, মুসলিম শিক্ষার্থীদের আত্মিক বিকাশ ও ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের মসজিদে ধারাবাহিভাবে ধর্মীয় ও নৈতিক উন্নয়নমূলক এই আয়োজন চলে আসছে।
