এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৮, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৫৪, ৩০ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘বাচ্চাদের’ দল হিসেবে ইঙ্গিত করেই নির্বাচন কমিশন (ইসি) গেজেটে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এ বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের দলকে বাচ্চাদের দল হিসেবে ইঙ্গিত করেই গেজেটে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। যেমনটি বড় দলগুলো আমাদেরকে মূল্যায়ন করে থাকে। এটি এক ধরনের প্রতারণা ও বৈষম্য। যেখানে কোনও ধরনের আইনি কারণ নেই। তবে কলি যখন পেয়েছি, পূর্ণাঙ্গ শাপলা আদায় করবোই। ‘
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সামান্তা বলেন, ‘শাপলার অংশ বিশেষ ‘শাপলা কলি’ দেওয়ার মাধ্যমে আবারও নিজেদের প্রশ্নবিদ্ধ করলো নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসি বড় কোনও দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে। এমন পক্ষপাতদুষ্ট কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ইসির প্রজ্ঞাপনে ‘শাপলা কলিকে’ প্রতীক তালিকায় যুক্ত করার কথা জানানো হয়। ‘নির্বাচন বিধিমালা ২০০৮’ সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে তারা।
