শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

রাজশাহীতে ডা. কাজেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২১:২১, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৩, ৩০ অক্টোবর ২০২৫

রাজশাহীতে ডা. কাজেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। এতে বক্তারা বলেন, ডা. গোলাম কাজেম আলীর হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত, এবং তা তৎকালীন সরকারের মদদেই সংঘটিত হয়েছে।‘

বক্তারা জানান, দুই বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার হয়নি—যা দেশের চিকিৎসক সমাজের জন্য উদ্বেগজনক বার্তা। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে আবরার ফারহান আহমেদ (সাদ), ডা. মশিউর রহমান, ডা. জাহাঙ্গীর আলম, ডা. এম মুর্শেদ, ডা. এএসএম আব্দুল্লাহ এবং ডা. গোলাম রব্বানীসহ বিপুলসংখ্যক শিক্ষক-চিকিৎসক-শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত বিচার না হয়, চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে—প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হতে পারে।

২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে ডা. গোলাম কাজেম আলী পেশাগত দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন। পুলিশ জানায়, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোবাস থেকে নেমে তাকে আক্রমণ করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসক সমাজের দাবি—ডা. কাজেম ছিলেন সৎ, দক্ষ ও জনপ্রিয় চিকিৎসক। তার হত্যার বিচার না হলে রাজশাহীর চিকিৎসক মহল ন্যায়বিচারের ওপর আস্থা হারাবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন