রাজশাহীতে ডা. কাজেম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২১:২১, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৩, ৩০ অক্টোবর ২০২৫
রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। এতে বক্তারা বলেন, ডা. গোলাম কাজেম আলীর হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত, এবং তা তৎকালীন সরকারের মদদেই সংঘটিত হয়েছে।‘
বক্তারা জানান, দুই বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার হয়নি—যা দেশের চিকিৎসক সমাজের জন্য উদ্বেগজনক বার্তা। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে আবরার ফারহান আহমেদ (সাদ), ডা. মশিউর রহমান, ডা. জাহাঙ্গীর আলম, ডা. এম মুর্শেদ, ডা. এএসএম আব্দুল্লাহ এবং ডা. গোলাম রব্বানীসহ বিপুলসংখ্যক শিক্ষক-চিকিৎসক-শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত বিচার না হয়, চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে—প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হতে পারে।
২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে ডা. গোলাম কাজেম আলী পেশাগত দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন। পুলিশ জানায়, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোবাস থেকে নেমে তাকে আক্রমণ করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিকিৎসক সমাজের দাবি—ডা. কাজেম ছিলেন সৎ, দক্ষ ও জনপ্রিয় চিকিৎসক। তার হত্যার বিচার না হলে রাজশাহীর চিকিৎসক মহল ন্যায়বিচারের ওপর আস্থা হারাবে।
