২০২৬ সালের এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৬, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:১৯, ৩০ অক্টোবর ২০২৫
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।
এতে আরও বলা হয়, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি, ফি এবং সংশ্লিষ্ট নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। কারণ ফরম পূরণের সময়সূচি চূড়ান্ত হওয়ায় এখন থেকেই স্কুলগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনী পরীক্ষা ও ফল প্রকাশের সময়সীমা নির্ধারণ করায় শিক্ষার্থীদের প্রস্তুতিও হবে আরও সুসংগঠিত।
বোর্ড সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
