পছন্দের মোবাইল ব্যাংকে তোলা যাবে প্রাথমিক উপবৃত্তির টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২২, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৬, ২৭ অক্টোবর ২০২৫
দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের নিজেদের পছন্দের মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাবে। এতদিন পর্যন্ত উপবৃত্তির পুরো অর্থ যেত শুধু নগদ লিমিটেডের হিসাবে। এবার সেই একক চুক্তি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে উপবৃত্তির অর্থ বিকাশ, নগদ, রকেট, উপায় ও এমক্যাশসহ সব অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে। এর ফলে উপবৃত্তি বিতরণে সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ তৈরি হলো।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সরকার দীর্ঘদিন ধরে এই উপবৃত্তি দিয়ে আসছে। কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় শুধু নগদ লিমিটেডের মাধ্যমে উপবৃত্তি বিতরণ বাধ্যতামূলক করা হয়েছিল, যা নিয়ে অনিয়ম ও অভিযোগের খবর উঠে আসে।
বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে দেখা যায়, নগদ লিমিটেডের কার্যক্রমে অর্থ বিতরণে স্বচ্ছতার ঘাটতি ও নিয়মভঙ্গ ঘটেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর নগদ লিমিটেডের উদ্যোক্তারা বিদেশে পালিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পরে নগদের দায়িত্ব নেয় বাংলাদেশ ব্যাংক এবং সরকারি তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৯ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে বলা হয়, “ডাক অধিদপ্তর, নগদ লিমিটেড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি বাতিল করা হলো।”
চিঠিতে বলা হয়, চুক্তির শর্ত যথাযথভাবে না মানা এবং অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে অসামঞ্জস্য থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
