মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

সালমান শাহ হত্যা মামলা

সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২২:১৩, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৫৩, ২৭ অক্টোবর ২০২৫

সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। মামলার তদন্তে অগ্রগতি অব্যাহত রেখেই তার সাবেক স্ত্রী সামিরা হক এবং অভিনেতা আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জিন্নাত আলী।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাটে মৃত্যুবরণ করেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)। প্রথমে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে ধরা হলেও তার পরিবার বরাবরই দাবি করে আসছে—এটি হত্যাকাণ্ড।

১৯৯৭ সালে সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী মামলাটি হত্যাকাণ্ড হিসেবে পুনঃতদন্তের আবেদন করেন। তবে পরে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআই—সব সংস্থার চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যু ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।

কিন্তু সালমান শাহ'র মা নীলা চৌধুরী বারবার প্রতিবেদনগুলোকে ‘অসত্য ও অসম্পূর্ণ’ বলে দাবি করে পুনঃতদন্তের আবেদন করে আসছিলেন।

আদালতের নির্দেশে নতুন মামলা

গত ২০ অক্টোবর সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন। মামলায় অভিযুক্ত করা হয় ১১ জনকে—এর মধ্যে আছেন সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক ডন, এবং আরও কয়েকজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার আদালত সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে এবং রমনা মডেল থানাকে তদন্ত চালিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের ইতিহাস

সালমান শাহ মৃত্যুর পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও মামলাটি এখনো বিতর্কিত। ২০২০ সালে পিবিআই জানায়, এটি আত্মহত্যা।

প্রতিবেদন অনুযায়ী, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতা থেকে সালমান শাহ নিজের জীবন শেষ করেন।

কিন্তু তার মা নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নতুন করে হত্যার তদন্ত দাবি করেন।

সালমান শাহ: এক যুগের নায়ক

৯০-এর দশকে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অনন্ত ভালোবাসা’, ‘তুমি আমার’সহ একের পর এক সুপারহিট ছবি উপহার দেন তিনি। তার অকাল মৃত্যু আজও রহস্যে ঘেরা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী