১৪ বছরের দাম্পত্যে ইতি, আলাদা পথে জয় ভানুশালী ও মাহি ভিজ
প্রকাশ: ১৪:৪৪, ২৭ অক্টোবর ২০২৫
দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ। একসময় টেলিভিশন দুনিয়ার অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটি এখন বিচ্ছেদের পথে হাঁটছেন—এ খবর নিশ্চিত করেছে ভারতীয় বিনোদন মাধ্যম পিংকভিলা।
২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ও মাহি। পর্দার জনপ্রিয় এই জুটি একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু টেলিভিশন শো ও রিয়েলিটি প্রোগ্রামে। তাদের মিলনযাত্রা শুরু হয়েছিল ‘নাচ বালিয়ে ৫’-এর বিজয়ী জুটি হিসেবে। তবে দীর্ঘ পথ চলার পর বিশ্বাসের ভাঙনে এবার আলাদা হচ্ছেন দুজনই।
বিয়ের ছয় বছর পর সন্তান না হওয়ায় ২০১৭ সালে তারা রাজবীর ও খুশি নামে দুই শিশু দত্তক নেন। এরপর ২০১৯ সালে জয়-মাহির ঘরে জন্ম নেয় তাদের জৈব কন্যা ‘তারা’। পরিবারকে ঘিরে ছিল আনন্দ ও সাফল্যের মেলবন্ধন।
তবে ২০২৪ সালের মাঝামাঝি থেকে তাদের সম্পর্কে অস্থিরতা বাড়ে। জুনের পর থেকে দুজনই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কোনো ছবি পোস্ট করা বন্ধ করে দেন। শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল গত বছরের আগস্টে কন্যা তারার জন্মদিনে।
পিংকভিলার প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসের সংকটই ছিল তাদের সম্পর্ক ভাঙনের মূল কারণ। সম্পর্ক বাঁচাতে দুই পক্ষ থেকেই প্রচেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। চলতি বছরের জুলাই মাসে তারা আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন। বর্তমানে দুজনই আলাদা বসবাস করছেন।
জয় ভানুশালী ছোট পর্দার পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘হেট স্টোরি ২’, ‘দেশি কাট্টে’, ‘এক পেহেলি লীলা’ ইত্যাদি। অন্যদিকে মাহি ভিজ টেলিভিশনের পরিচিত মুখ। বালিকা বধূ, লাগি তুঝে লগন–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।
একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে জয়-মাহির পারিবারিক মুহূর্তগুলো ছিল অনুরাগীদের আনন্দের বিষয়। এখন সেই ছবিগুলোই নেটদুনিয়ায় হয়ে উঠেছে অতীতের স্মৃতি। ভক্তরা আশা করছেন, অন্তত মেয়ের সুখের জন্য তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন।
