ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
প্রকাশ: ১১:০৯, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩৩, ২৭ অক্টোবর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, “ভোটকেন্দ্রের তালিকা পুরোপুরি চূড়ান্ত করা হয়েছে। কিছু স্থানে সংশোধনের প্রস্তাব এসেছিল, সেগুলোও বিবেচনা করা হয়েছে। সোমবার তালিকা প্রকাশ করা হবে।”
ইসি সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের কথা থাকলেও কয়েকটি প্রশাসনিক অঞ্চলের পর্যালোচনায় বিলম্ব হওয়ায় তা পিছিয়ে যায়।
রাজনৈতিক দলের নিবন্ধনও শেষ পর্যায়ে নতুন দলের নিবন্ধন সম্পর্কে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের অতিরিক্ত কিছু তথ্য এখনও আসছে। সেগুলো পর্যালোচনা শেষ হলেই সপ্তাহের মধ্যেই নিবন্ধন ঘোষণা করা হবে।
তিনি“আমাদের দায়িত্ব হলো প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে হয়। কিছু কাজ আগেই শেষ হয়েছে, কিছু ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হচ্ছে।”
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যা ঘনত্ব, নিরাপত্তা, ভূগোল এবং ভোটার চলাচলের সুবিধা বিবেচনা করা হয়। এসব মানদণ্ডের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের প্রস্তাব যাচাই-বাছাই করতে সময় লেগেছে।
