ঢাকার চেয়েও খারাপ খুলনা–রাজশাহীর বায়ুর মান
বিশ্বে চতুর্থ স্থানে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০১, ২৭ অক্টোবর ২০২৫
বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের নাম। সোমবার (২৭ অক্টোবর) সকাল সোয়া আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের প্রতিবেদনে দেখা গেছে, ঢাকার গড় বায়ুমান সূচক (একিউআই) ১৫৬, যা “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত।
তবে আশ্চর্যের বিষয় হলো, দেশের দুই বিভাগীয় শহর খুলনা ও রাজশাহী এখন ঢাকার চেয়েও বেশি দূষিত।
বিভাগীয় শহরগুলোর বায়ুমান সূচক
খুলনা: ১৮৯, রাজশাহী: ১৬৫, ঢাকা: ১৫৬, রংপুর: ১৫৩, সিলেট: ১৩৯, ময়মনসিংহ: ১৩৩, বরিশাল: ১২৫ ও চট্টগ্রাম: ৮৪।
বিশ্বের শীর্ষ দূষিত শহর (২৭ অক্টোবর সকাল ৮:১৫ অনুযায়ী)
১. লাহোর (পাকিস্তান) – একিউআই ৩০০
২. দিল্লি (ভারত) – একিউআই ২৮৫
৩. কলকাতা (ভারত) – একিউআই ১৮৫
৪. ঢাকা (বাংলাদেশ) – একিউআই ১৫৬
ঢাকার কোন এলাকায় দূষণ সবচেয়ে বেশি?
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার সাতটি এলাকায় বায়ুদূষণ মাত্রা বিপজ্জনকভাবে বেড়েছে। এলাকাগুলো হলো- গোরান: ১৭১, বেচারাম দেউড়ি (পুরান ঢাকা): ১৭০, দক্ষিণ পল্লবী: ১৬৬, বে’জ এজ ওয়াটার: ১৬৫, ইস্টার্ন হাউজিং: ১৫৬, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল: ১৫৬ ও কল্যাণপুর: ১৫৩।
নগরবাসীর জন্য পরামর্শ
আইকিউএয়ার জানিয়েছে, বর্তমান দূষণমাত্রা “অস্বাস্থ্যকর” পর্যায়ে পৌঁছেছে। তাই নাগরিকদের জন্য করণীয়— বাইরে গেলে মাস্ক পরতে হবে, ঘরের জানালা বন্ধ রাখতে হবে, বাইরে ব্যায়াম ও দৌড়ানো এড়িয়ে চলতে হবে, শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বায়ুদূষণে অর্থনীতি ও জনস্বাস্থ্যের ক্ষতি
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে-
১. বায়ুদূষণের কারণে বাংলাদেশিদের আয়ু গড়ে ৫.৫ বছর কমছে।
২. বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালিসিস’ প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে পরিবেশদূষণের কারণে ২ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের অকালমৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৫ শতাংশ মৃত্যু ঘটেছে বায়ুদূষণের কারণে।
৩. অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল জিডিপির ১৭.৬ শতাংশ।
কেন এ পরিস্থিতি?
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটা ও শিল্প কারখানার নির্গমন এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাব- এসবই ঢাকাসহ অন্যান্য শহরের বায়ুমান দ্রুত অবনতি ঘটাচ্ছে।
