কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
প্রকাশ: ১২:৪৮, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:০২, ২৭ অক্টোবর ২০২৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে ঘিরে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা নিয়ে আজ (সোমবার) অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।
সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের ভুল ব্যাখ্যা সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয় যে সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যেই শেষ হবে। কিন্তু বাস্তবে এমন কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়—“অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান রয়েছে। এসব সংস্কার কার্যক্রম সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে।”
এছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত “নভেম্বরের মধ্যে সংস্কার শেষ” সংক্রান্ত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, এবং সরকার নাগরিকদের অনুরোধ করেছে যেন তারা সঠিক তথ্য যাচাই করে তবেই তা প্রচার করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে উপদেষ্টা পরিষদ তার দায়িত্ব “গঠনমূলক ও স্বচ্ছভাবে” পালন করছে।
