সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়

প্রকাশ: ১২:৪৮, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:০২, ২৭ অক্টোবর ২০২৫

কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে ঘিরে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা নিয়ে আজ (সোমবার) অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।

সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের ভুল ব্যাখ্যা সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয় যে সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যেই শেষ হবে। কিন্তু বাস্তবে এমন কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়—“অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান রয়েছে। এসব সংস্কার কার্যক্রম সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে।”

এছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত “নভেম্বরের মধ্যে সংস্কার শেষ” সংক্রান্ত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর, এবং সরকার নাগরিকদের অনুরোধ করেছে যেন তারা সঠিক তথ্য যাচাই করে তবেই তা প্রচার করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে উপদেষ্টা পরিষদ তার দায়িত্ব “গঠনমূলক ও স্বচ্ছভাবে” পালন করছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা