বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৯, ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ–পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, “আজকের বৈঠকে কৃষি, তথ্যপ্রযুক্তি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগসহ বিভিন্ন খাতের বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আন্তরিক আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে সার্ককে পুনর্জীবিত করার উদ্যোগও আলোচনায় এসেছে।”
বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়াতে আমরা গুরুত্ব দিচ্ছি। এর মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে। বিশেষত ওষুধ, পাট ও কৃষিপণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে। পাট আমদানিতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”
এছাড়া বৈঠকে জানানো হয়, হালাল পণ্য রফতানি নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাকিস্তানের পিএইচএ–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।
বাংলাদেশ–পাকিস্তান জেইসি বৈঠকটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
