আমি দাঁড়িয়ে থাকতে পারব না, এমন অর্ডার কোথায়?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৭, ২৭ অক্টোবর ২০২৫
ফাইল ছবি
দুর্নীতির মামলায় আদালতে হাজিরা শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ সোমবার এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। আদালতের হাজিরা শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরার সময় প্রিজনভ্যানে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
সাক্ষীদের উপস্থিতিতে দেখা যায়, প্রিজনভ্যানে তোলা হলে ইনু দাঁড়িয়ে ছিলেন। এসময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে বসতে বলেন। কিন্তু ইনু প্রতিবাদ জানিয়ে প্রশ্ন করেন, “আমি দাঁড়িয়ে থাকতে পারব না—এমন কোনো আদেশ আছে? দেখান সেই আইন।”
তিনি আরও বলেন, “আপনি কেন সিনক্রিয়েট করছেন? অর্ডার নিয়ে আসেন, আমি দাঁড়িয়ে থাকতে পারব না সেটা কোথায় লেখা?”
তর্কের একপর্যায়ে পুলিশ সদস্যটি প্রিজনভ্যানের পেছনের দিকে সরে যান। ইনুকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে কিছু খুঁজছিলেন। পরে ওই পুলিশ সদস্য আবার ফিরে এসে তার পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর প্রিজনভ্যানটি কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়।
এর আগে সকাল ৯টা ১৮ মিনিটে হাসানুল হক ইনুকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। তবে আদালতে তাকে এজলাসে তোলা হয়নি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত পরবর্তী শুনানির তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করেন।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক তথ্যমন্ত্রী ইনু ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তার চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
একইসঙ্গে তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও ১ কোটি ৪৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইনুর উপার্জিত অর্থেই তার স্ত্রী সম্পদশালী হয়েছেন।
