উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬, ২৭ অক্টোবর ২০২৫
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো দমে মেট্রোরেল সেবা চালু হয়েছে। আজ সোবমার বেলা ১১টা ১৬ মিনিট থেকে এই সেবা নিরবচ্ছিন্নভাবে আবার চালু হয়। ১১টা ১৬ মিনিটে উত্তরামুখী প্রথম ট্রেন ফার্মগেট ছাড়ে। একই সময় আরেকটি ট্রেন মতিঝিলের পথে ফার্মগেট ছাড়ে।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়ে বিয়ারিং প্যাড। এতে আবুল কালাম নামের এক যুবকের মৃত্যু হয়ে। মেট্টোরেল চলাচল বন্ধ থাকে পুরো তিনটা পর্যন্ত।
ঘটনার আড়াই ঘটনা পর গতকাল বেলা তিনটায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চালুহয়। পৌনে সাত ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল করে।
যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, আজ সকালে নতুন করে তা লাগানো হয় এবং বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
ঢাকা মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, আগারগাঁও থেকে শাহবাগ অংশে সকাল থেকে একাধিক দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তাতে কোন সমস্যা হয়নি। বেলা ১১টায় পুরোদমে মেট্রোরেল চালু করা হয়।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরের মধ্যে মেট্রোরেল পুরোদমে চালু হতে যাচ্ছে। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে ইতোমধ্যে দুই দফায় সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে। কোনো কারিগরি ত্রুটি না পাওয়ায় সম্পূর্ণ পথ খোলার প্রস্তুতি নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “আমরা এখনো বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছি। খুব তাড়াতাড়ি পুরোদমে চালাতে পারব বলে আশা রাখি।”
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে বিকেল ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল চালু হয় এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশেও ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
সোমবার সকালে ক্ষতিগ্রস্ত অংশে নতুন বিয়ারিং প্যাড লাগানো হয়েছে। এরপরই সফলভাবে পরীক্ষামূলক চালনা সম্পন্ন হয়।
মেট্রোরেল এখন রাজধানীর যাত্রী পরিবহনে আধুনিকতার প্রতীক হয়ে উঠছে। প্রতিদিন হাজারো কর্মজীবী মানুষের সময় বাঁচিয়ে দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি করছে এই পরিবহন ব্যবস্থা। পুরো রুট চালু হলে উত্তরার প্রান্ত থেকে মতিঝিল পর্যন্ত যাত্রা সময় প্রায় ৩৫ মিনিটে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।
