সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রে চার সপ্তাহ ধরে শাটডাউন

বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:১০, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২৬, ২৭ অক্টোবর ২০২৫

বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি

যুক্তরাষ্ট্রে সরকার কার্যত অচল হয়ে পড়েছে টানা চার সপ্তাহ ধরে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউন চলছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাজেট সংকট মীমাংসায় ব্যর্থতার কারণে। এর ফলে দেশজুড়ে সরকারি সেবা ব্যাহত হচ্ছে, কোটি আমেরিকান পড়েছেন দুর্ভোগে।

বছর শেষে নতুন ফেডারেল বাজেট পাস করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে রিপাবলিকানরা দুই কক্ষই নিয়ন্ত্রণে রাখলেও, সিনেটে ৬০ ভোটের বাধা অতিক্রম করতে ব্যর্থ হয় তারা।

ডেমোক্র্যাটরা বাজেটে চেয়েছিল—স্বল্প আয়ের নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা করছাড় বাড়ানো,মেডিকেডসহ সরকারি স্বাস্থ্য কর্মসূচির সুরক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত সংস্থাগুলোর বাজেট কাটছাঁট বন্ধ।

কিন্তু এই দাবিগুলো অন্তর্ভুক্ত না করায় বাজেট বিল আটকে যায়, এবং ১ অক্টোবর থেকে শুরু হয় মার্কিন ইতিহাসের প্রায় সাত বছর পর প্রথম পূর্ণাঙ্গ গভর্নমেন্ট শাটডাউন।

কোন সেবা বন্ধ, কোনটি চলছে
সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়নি। জরুরি বিভাগগুলো কাজ চালিয়ে যাচ্ছে, তবে অধিকাংশ সরকারি কর্মী বেতন ছাড়া কাজ করছেন।

চলছে (তবে বেতন ছাড়াই):সীমান্তরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনী, ইমিগ্রেশন ও কাস্টমস, সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা

গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত:
বিমান চলাচল: এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটে হাজারো ফ্লাইট বিলম্বিত বা বাতিল।
ফেডারেল কর্মী: প্রায় ১৪ লাখ সরকারি কর্মী বেতন ছাড়াই কাজ করছেন বা ছুটিতে।
গবেষণা ও প্রকল্প: ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথসহ বহু প্রতিষ্ঠানের গবেষণা বন্ধ।
ক্ষুদ্র ব্যবসা: সরকারি চুক্তি বন্ধ থাকায় ক্ষতির মুখে বহু উদ্যোক্তা।
খাদ্য সহায়তা : ৪ কোটি ১০ লাখ আমেরিকানের খাদ্য ভর্তুকি নভেম্বর থেকে বন্ধ হওয়ার আশঙ্কা।
শিক্ষা ও শিশু যত্ন: প্রি-স্কুল ও শিশু সহায়তা কর্মসূচির অর্থায়ন স্থগিত।

পর্যটন: জাতীয় উদ্যান ও ঐতিহাসিক স্থান যেমন ওয়াশিংটন মনুমেন্ট, আলকাট্রাজ দ্বীপ বন্ধ।

চলছে এখনো:ডাক পরিষেবা (স্ব-অর্থায়নে),সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার পেমেন্ট (সীমিত সহায়তা সহ) ও কংগ্রেস সদস্যদের বেতন প্রদান। 

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থিউন জানিয়েছেন, উভয় দলই আপোষে আসার ইচ্ছা দেখাচ্ছে না। এখন পর্যন্ত সরকার পুনরায় চালু করতে ১১ দফা ভোট ব্যর্থ হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ সতর্ক করেছে, ১ নভেম্বরের পর থেকে খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যাবে যদি কংগ্রেস বাজেট অচলাবস্থা না ভাঙে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী