সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

পাঁচ বছর পর ফের ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৫৩, ২৭ অক্টোবর ২০২৫

পাঁচ বছর পর ফের ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু

পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে আবারও সরাসরি বিমান চলাচল শুরু হলো ভারত ও চীনের মধ্যে। 

রবিবার (২৬ অক্টোবর) রাতে ভারতের বৃহত্তম বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো কলকাতা থেকে চীনের গুয়াংঝু শহরে প্রথম দৈনিক ফ্লাইট পরিচালনা করে।

এই পদক্ষেপকে দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের একটি প্রতীকী সূচনা হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও জনসংযোগের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে।

উল্লেখ্য, ২০২০ সালে লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকেই ফ্লাইট বন্ধ ছিল। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন চলে আসছিল।

ইন্ডিগো জানিয়েছে, কলকাতা-গুয়াংঝু রুটের পাশাপাশি নভেম্বর থেকে নয়াদিল্লি–সাংহাই ও নয়াদিল্লি–গুয়াংঝু রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

এটি ইন্ডিগোর প্রথমবারের মতো চীনের মূল ভূখণ্ডে সরাসরি ফ্লাইট পরিচালনা, যা দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও মজবুত করবে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দিল্লি-বেইজিং সম্পর্ক উষ্ণ হওয়া এশিয়ার ভূরাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত মস্কো থেকে তেল কিনে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালাতে সাহায্য করছে।

চীনের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কলকাতার সম্পর্ক শতাব্দীপ্রাচীন। ব্রিটিশ শাসনামল থেকেই চীনা ব্যবসায়ীরা কলকাতায় বাণিজ্যের জন্য যেতেন।

নতুন ফ্লাইট চালুর ব্যাপারে কলকাতার চায়না টাউনের সামাজিক সংগঠনের নেতা চেন খোই কুই বলেন, “আমাদের মতো যাদের আত্মীয়স্বজন চীনে আছেন, তাদের জন্য এটা দারুণ খবর। আকাশপথে এই যোগাযোগ দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণকে আরও এগিয়ে নেবে।”

সূত্র: এএফপি, কলকাতা

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’