শেষ ম্যাচে বৃষ্টির হানা
তলানিতে পড়া থেকে বাঁচল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪:২২, ২৭ অক্টোবর ২০২৫
বৃষ্টি শুরু হওয়ায় মাঠ ছাড়ছেন বাংলাদেশের মেয়েরা। ছবি: আইসিসি
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সেরা সাফল্যের স্বপ্ন অপূর্ণ রেখেই টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। রবিবার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায়, নিগার সুলতানার দল তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে। এতে তলানিতে থাকা থেকে রক্ষা পেয়েছে লাল-সবুজরা, কারণ নেট রানরেটে পিছিয়ে পাকিস্তান শেষ করেছে সর্বনিম্ন অবস্থানে।
বৃষ্টিতে ভেসে গেল জয়ের আশা
ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির ব্যাঘাত। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে খেলতে হয় ২৭ ওভারে সংকুচিত ম্যাচে। একাধিকবার খেলা থামায় ব্যাটারদের ছন্দ নষ্ট হয়। ইনিংসে ৯ উইকেটে ১১৯ রান তোলে বাংলাদেশ। ওপেনার শারমিন আক্তার ৫৩ বলে ৩৬ রান করে দলের ইনিংসকে টানেন। আরেক প্রান্তে সোবহানা মোস্তারি ২১ বলে ২৬ রানে আক্রমণাত্মক ব্যাটিং করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৯ রান করে রানআউট হন।
৯১ রানে ৩ উইকেট থেকে দ্রুত ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১১৭ রানে নবম উইকেট হারায় তারা। ভারতের হয়ে রাধা যাদব ৩০ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার হন।
বৃষ্টির আইনেই শেষ হয়ে গেল ম্যাচ
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে জয়ের জন্য লক্ষ্য দেওয়া হয় ২৭ ওভারে ১২৬ রান। জবাবে ভারতের দুই ওপেনার স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন—৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলেন তারা। কিন্তু তখনই নেমে আসে প্রবল বৃষ্টি। আর মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।
সাতে শেষ বাংলাদেশের যাত্রা
গ্রুপ পর্ব শেষে বাংলাদেশ এক জয়, পাঁচ হার এবং এক পরিত্যক্ত ম্যাচে তিন পয়েন্ট অর্জন করে সপ্তম স্থানে অবস্থান নিয়েছে। নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান শেষ করেছে অষ্টম ও শেষ স্থানে। আগের ২০২২ বিশ্বকাপেও বাংলাদেশের দুই জয় ছিল তাদের সেরা সাফল্য—সেটি এবারও ছোঁয়া হয়নি।
