সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অলি আহমদ

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে, সেনাপ্রধানকে বলবো কারও কথা শুনবেন না

প্রকাশ: ০৪:৫৭, ২৭ অক্টোবর ২০২৫

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে, সেনাপ্রধানকে বলবো কারও কথা শুনবেন না

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম দাবি করেছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।

সেনাপ্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের অংশ। কেউ যেন আপনাকে ভুল পথে চালিত করতে না পারে। যেখানে প্রয়োজন, সেখানেই ক্যাম্প করুন—এটাই আপনার দায়িত্ব।”

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

অলি আহমদ অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতিবিদদের দূরদর্শিতার অভাব এবং সরকারের অদক্ষতার কারণেই দেশে অশান্তি সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা আসছে দেশকে অশান্ত করার জন্য। আওয়ামী লীগের বড় বড় নেতারা লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন। তারা সবাই শেখ হাসিনার কাছে টাকা পাঠাচ্ছেন—এটা আমার কাছে প্রমাণিত তথ্য।”

অলি আহমদ বলেন, “দেশের রাজনীতি এখন চাঁদাবাজদের হাতে। যারা ভবিষ্যৎ চিন্তা করতে পারে না, তারা রাজনীতিবিদ নয়, তারা ব্যবসায়ী।”

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “জনগণের ওপর আস্থা হারিয়ে আজ তিনি ভারতের আশ্রয়ে আছেন। ভারত আমাদের বন্ধু হতে পারে না, যারা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে লুণ্ঠন করেছে। দেশে এখন আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই—বাংলাদেশ লুটপাটের রাষ্ট্রে পরিণত হয়েছে।”

সভায় সভাপতির বক্তব্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, “বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে। ১৯৭১ সালের সেই যুদ্ধই একমাত্র স্বাধীনতা। জুলাই বা আগস্ট মাসকে দ্বিতীয় স্বাধীনতা বলে বিভ্রান্তি ছড়াবেন না।”

সভায় উপস্থিত ছিলেন এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি ও ফারজানা রশীদ ব্রাউনিয়া প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’