সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

ব্যর্থতা দেখার আহ্বান ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে’

এক বছরে তাবিথ আউয়াল কমিটির সাফল্য তুলে ধরল বাফুফে

প্রকাশ: ০৪:৪১, ২৭ অক্টোবর ২০২৫

এক বছরে তাবিথ আউয়াল কমিটির সাফল্য তুলে ধরল বাফুফে

বাফুফের পঞ্চম সাধারণ নির্বাহী সভা। ছবি: সংগৃহীত

তাবিথ আউয়ালের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কার্যনির্বাহী কমিটির এক বছর পূর্তি হলো রবিবার। এ উপলক্ষে বাফুফে ভবনে হয় পঞ্চম সাধারণ নির্বাহী সভা, যেখানে ছয়টি আলোচ্যসূচি থাকলেও সবচেয়ে বেশি সময় ব্যয় হয় গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনায়।

সভা শেষে বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর পূর্ণ করেছে। এই সময়ে নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের মতো নারী দল এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে, ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলেছে, হামজা ও শমিতের মতো তরুণ ফুটবলার জাতীয় দলে যোগ দিয়েছে— এসব আমাদের সাফল্য। ব্যর্থতা থাকলে সেটা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

প্রায় ঘণ্টা চারেক স্থায়ী এই সভায় ফিফা ও এএফসি-র গাইডলাইন অনুযায়ী বাফুফের গঠনতন্ত্র সংশোধনের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা হয়। এ বিষয়ে বাবু বলেন, “গঠনতন্ত্র সংশোধনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে, বাকি অংশে আরও সময় ও সভা লাগবে।”

তবে এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচগুলোর আর্থিক হিসাব-নিকাশ বিষয়ে বাফুফে এখনো পূর্ণাঙ্গ জবাব দিতে পারেনি।বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও সভা শেষে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সভায় উপস্থিত নির্বাহী সদস্য, কর্মী এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও সংগঠিত ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’