সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

মহিলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্ষোভ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:৪২, ২৭ অক্টোবর ২০২৫

মহিলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্ষোভ

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদ্য ঘোষিত ১৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি নিয়ে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক নারী ক্রীড়াবিদ ও সংগঠকেরা কমিটি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার হুমকি দিয়েছেন। 

সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানার নেতৃত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ডানা বলেন, “ক্রীড়াঙ্গন পরিচালনা করবে ক্রীড়াবিদ ও সংগঠকেরা। সেখানে আইনজীবী বা অধ্যাপক কেন? অনেক যোগ্য নারী ক্রীড়াবিদ আছেন, যারা সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারেন। যদি এই কমিটি পরিবর্তন না হয়, আমরা প্রধান উপদেষ্টার শরণাপন্ন হব।”

২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকা ফিরোজা করিম এবারও সাধারণ সম্পাদক হয়েছেন।

এ নিয়ে ডানার অভিযোগ, “ফিরোজা করিম আওয়ামী লীগের প্রভাবে সংস্থায় এসেছিলেন। এখন তিনি কীভাবে আবারও সাধারণ সম্পাদক হলেন?”

সাবেক ভলিবল খেলোয়াড় নাসিমা পারভীন শিরিন বলেন, “নেলী (ফিরোজা করিম) আমাদের মতো সাবেক ক্রীড়াবিদদের সঙ্গে খারাপ আচরণ করত। তিনি কোনো খেলোয়াড় নন, তাকে সাধারণ সম্পাদক হিসেবে আমরা মানতে পারি না।”

শুটার সাবরিনা সুলতানা বলেন, “দীর্ঘদিন ধরে আমি ক্রীড়াঙ্গনে আছি। কিন্তু শুটিং ফেডারেশন বা মহিলা ক্রীড়া সংস্থায় আমার জায়গা হয়নি। নতুন কমিটিতে দেখি এমন অনেক ‘ক্রীড়ানুরাগী’ আছেন, যাদের আমরা কেউ চিনি না। এই কমিটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।”

সাড়ে আট বছর ধরে অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ শনিবার (২৫ অক্টোবর) ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এর পর থেকেই অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’