মস্কোয় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:০২, ২৭ অক্টোবর ২০২৫
রাশিয়ার রাজধানী মস্কোয় রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। এ কারণে মস্কোর দোমোদেরোভো ও ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেন থেকে নিক্ষিপ্ত অন্তত ৩৪টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
রুশ টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, মস্কোর দক্ষিণাঞ্চলীয় কোমুনারকা জেলা ও আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া মস্কোর সেরপুখভ এলাকায় একটি তেল ডিপোতে আগুন লাগার খবর দিয়েছে রুশ টেলিগ্রামভিত্তিক সংবাদমাধ্যম আস্ত্রা। তবে স্থানীয় প্রশাসন আগুনের কারণ প্রকাশ করেনি এবং জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে গত সেপ্টেম্বরেও মস্কোয় একই ধরনের রাতভর ড্রোন হামলা চালানো হয়েছিল বলে রুশ পক্ষের দাবি।
কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সামরিক ও শিল্প স্থাপনাগুলোর ওপর দীর্ঘপাল্লার ড্রোন হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে তেল শোধনাগার, অস্ত্র কারখানা ও গোলাবারুদ গুদাম।
অন্যদিকে রাশিয়াও নিয়মিতভাবে ইউক্রেনের শহরগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত দুই রাতেই কিয়েভে রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত ও বহু আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় এক হাজার দুইশ ড্রোন এবং ৫০টি ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনে নিক্ষেপ করেছে।
