এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে যানজট, এয়ারপোর্টমুখী লেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩২, ২৭ অক্টোবর ২০২৫
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী অংশে একটি পিকআপ ভ্যান উল্টে যাওয়ার ঘটনায় এয়ারপোর্টমুখী লেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে। এতে ওই পথে যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডানপাশে উল্টে যায়। এ সময় যানজট সৃষ্টি হয় এক্সপ্রেসওয়ের আগারগাঁও থেকে মহাখালী পর্যন্ত অংশে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, উল্টে যাওয়া পিকআপ সরানোর কাজ চলছে। যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে উদ্ধারকারী ক্রেন মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, একই সকালে রাজধানীতে মেট্রোরেল চলাচল শুরু হওয়ায় বিভিন্ন সড়কে অতিরিক্ত ভিড় দেখা গেছে। এরই মধ্যে এক্সপ্রেসওয়ের এই দুর্ঘটনা নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়েছে।
