সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা

হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর শুনানি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩০, ২৭ অক্টোবর ২০২৫

হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর শুনানি মঙ্গলবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি অনুষ্ঠিত হবে।সোমবার (২৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
এর আগে ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল পলাতক চার আসামিকে হাজিরের নির্দেশ দিয়েছিল এবং তারা হাজির না হওয়ায় জাতীয় দুটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন আদালত।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান ও মঈনুল করিম।

মামলার অপর তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান,জেলা সাধারণ সম্পাদক আজগর আলী,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।চারজনই বর্তমানে পলাতক।

৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যেখানে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও ছয়জনকে হত্যার তিনটি অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয়জন নিহত ও বহু আহত হন। পরে ওই ঘটনার প্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭