সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন প্রশ্নে রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৪, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:১৩, ২৬ অক্টোবর ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রবিবার (২৬ অক্টোবর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ ছাড়া বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জে করা আরেক মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। পরে আরও কয়েকটি মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
চলতি বছরের ১১ আগস্ট হাইকোর্টের আরেক বেঞ্চে এই হত্যা মামলায় তার জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানির সময় আদালতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
