১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৫, ২৩ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার পক্ষে আর আইনি লড়াই করবেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সরোয়ার বলেন, `আমি নিজেই যে গুমের অভিযোগটি দায়ের করেছিলাম, সেই মামলার অভিযুক্তদের মধ্যে একজন এই ১৫ জনের মধ্যে আছেন। তাই নৈতিক কারণেই আমি আর তাদের পক্ষে থাকছি না।‘
সূত্র জানায়, সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরোয়ার এর আগে ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ তিনজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগে উল্লেখিত কর্মকর্তাদেরই একজন বর্তমানে আটক ১৫ জনের তালিকায় রয়েছেন।
উল্লেখ্য, বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সরোয়ার। পরদিনই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ বিষয়ে আইনজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে নৈতিক অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, মামলাটির জটিলতা আরও বাড়বে এই সিদ্ধান্তে।