ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৭, ২৭ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রবিবার (২৬ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান।
তিনি জানান, স্থানীয় দর্শনা থানা ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আজিজুল ইসলাম পলাতক ছিলেন। সম্প্রতি তিনি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।
আজিজের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট ও জালিয়াতিসহ একাধিক অভিযোগ রয়েছে। অর্ধ-ডজনের বেশি মামলা ঝুলছে তার বিরুদ্ধে। এসব মামলার মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানার চাঁদাবাজির মামলাটি এখন গোয়েন্দা তেজগাঁও বিভাগ তদন্ত করছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, আজিজের জিজ্ঞাসাবাদে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
