সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩০, ২৭ অক্টোবর ২০২৫

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান 

ছবি : আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বৈদেশিক সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দক্ষিণ কোরিয়া থেকে দেশে প্রত্যাবর্তন করেন। আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান কোরিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত সিউল ইন্টারন্যাশনাল এরোস্পেস এন্ড ডিফেন্স এক্সিবিশন (এডেক্স)-এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন। বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রদর্শনী এই আয়োজনে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান গত ১৮ অক্টোবর ২০২৫ শনিবার সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। সফরকালীন সময়ে তিনি দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী প্রধানসহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বিমান শিল্পে আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী