দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩০, ২৭ অক্টোবর ২০২৫
ছবি : আইএসপিআর
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বৈদেশিক সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দক্ষিণ কোরিয়া থেকে দেশে প্রত্যাবর্তন করেন। আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান কোরিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত সিউল ইন্টারন্যাশনাল এরোস্পেস এন্ড ডিফেন্স এক্সিবিশন (এডেক্স)-এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন। বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রদর্শনী এই আয়োজনে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান গত ১৮ অক্টোবর ২০২৫ শনিবার সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন। সফরকালীন সময়ে তিনি দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী প্রধানসহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং বিমান শিল্পে আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
