সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

মেট্রোরেলে মৃত্যু

চোখের জলে শেষ বিদায় আজাদকে

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯:০৩, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:১২, ২৭ অক্টোবর ২০২৫

চোখের জলে শেষ বিদায় আজাদকে

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালাম আজাদকে চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন স্বজনরা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ঈশ্বরকাঠী গ্রামে তাকে দাফন করা হয়। এর আগে গ্রামের বাড়ির পাশে মোক্তারেরচর পূর্ব পোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

এ সময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ (৩৬) ঈশ্বরকাঠী গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে তিনি নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন।

ঢাকায় তিনি একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। পরিবারটি তার আয়ের উপর নির্ভরশীল ছিল। আয়ের একটি অংশ আবুল কালাম আজাদ ভাইয়ের জন্যও পাঠাতেন।

রবিবার দুপুরে মারা যাওয়ার পর তার মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে রাতে তার লাশ নারায়ণগঞ্জে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা হয়। পরে রাত ২টার দিকে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছায়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন।

পরিবারের লোকজনসহ পাড়া-প্রতিবেশীরা আবুল কালাম আজাদকে একনজর দেখার জন্য সেখানে ভিড় জমান। স্বজনদের কান্নায় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দুরদুরান্ত থেকে শেষ বিদায় জানাতে আসে মানুষ।

আবুল কালাম আজাদের বড়ভাই খোকন চোকদার বলেন, “আমার উপার্জনক্ষম নিরপরাধ ভাইটি মেট্রোরেল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারণে মারা গেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, “এ দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি সরকারের উচ্চমহল এ বিষয়ে পরিবারের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমাদের জেলা প্রশাসন এ বিষয়ে সার্বিক সহায়তা করবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী