তথ্য অধিদপ্তরে ৪৫ শূন্যপদের নিয়োগ কার্যক্রম বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৮, ২৭ অক্টোবর ২০২৫
 
						
									
তথ্য অধিদপ্তরের আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৫টি শূন্যপদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে গঠিত সাত সদস্যের যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। কমিটি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ ও নথি পর্যালোচনা শেষে সেটার প্রতিবেদন জমা দেয়, যা পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ২০তম গ্রেডের ৪৫টি শূন্যপদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: ৯টি পদ
ফটোগ্রাফার: ৪টি পদ
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ
ড্রাইভার: ৩টি পদ
ক্যাটালগার: ১টি পদ
স্টোর অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি পদ
অফিস সহায়ক: ১৮টি পদ
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে যাচাই-বাছাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পদগুলোর নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে।
তথ্য অধিদপ্তরের এই সিদ্ধান্তে চলমান প্রার্থীরা কিছুটা হতাশ হলেও মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার পরই নতুন নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।’

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													