নাগেশ্বরীতে ৪০০ বোতল ইস্কাফসহ একজন গ্রেফতার
এম. এ. আযম, কুড়িগ্রাম
প্রকাশ: ২০:২১, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:২৪, ২৭ অক্টোবর ২০২৫
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল ইস্কাফসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছা. রিনা বেগম (৩৫) নাগেশ্বরী থানার হিরারকুটি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম তার বাড়িতে অভিযান চালায়। এ সময় রিনা বেগমের বসতবাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “নাগেশ্বরীতে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগমের নিজ বাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী পথ ব্যবহার করে মাদক পাচারের কার্যক্রম চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
