ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে মুক্তি দিল সিটি ইউনিভার্সিটি
‘মেরে আধমরা’ করার অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রকাশ: ২১:১২, ২৭ অক্টোবর ২০২৫
সিটি ইউনিভার্সিটিতে আটক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ, মুক্তির আগে শিক্ষার্থীদের নির্মমভাবে পিটিয়ে ‘আধমরা’ করে ফেলা হয়েছে।
রবিবার রাতে ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন ড্যাফোডিল শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস এলাকায় আটকা পড়ে যান। পরে স্থানীয় প্রশাসনের তৎপরতায় সোমবার দুপুরে তাদের হস্তান্তর করা হয়।
সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়া বলেন,“আমরা তাদের আটক রাখিনি। তারা ক্যাম্পাস এলাকায় ঘুরছিল, নিরাপত্তার স্বার্থে তাদের সুরক্ষায় রেখেছিলাম যাতে কেউ আঘাত না করতে পারে। পরে ড্যাফোডিল প্রশাসনের কর্মকর্তারা এসে নিয়ে গেছেন।”
অন্যদিকে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করেন, “ছাত্রদের ছাড়লেও তাদের পিটিয়ে আধমরা করে ফেলা হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ছাড়ার আগে তাদের কাছ থেকে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে—যে তারা ভাঙচুর করতে ভিসির নির্দেশে গিয়েছিল।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন , “ইউজিসির প্রতিনিধি দল, ড্যাফোডিলের শিক্ষক ও প্রক্টোরিয়াল টিম উপস্থিত ছিলেন। বর্তমানে শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।”
জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগেই উভয় প্রতিষ্ঠানের প্রশাসন একমত হয়ে শিক্ষার্থীদের মুক্তি নিশ্চিত করে। সংঘর্ষের ঘটনায় পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউজিসি তদন্তের নির্দেশ দিতে পারে বলে জানা গেছে।
