উখিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরের
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২২:৩০, ২৭ অক্টোবর ২০২৫
উখিয়ার মরিচ্যা বাজারে সোমবার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: সমাজকাল
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে—জনপ্রিয় বেকারিকে ৩০ হাজার টাকা, সুইট ক্যান্ডিকে ৫ হাজার টাকা,
এবং চারজন মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম ও উখিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে ব্যবসায়ীরা যেন সৎভাবে ও স্বাস্থ্যসম্মতভাবে পণ্য বিক্রি করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও উখিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ভোক্তা অধিকার লঙ্ঘন রোধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
