উখিয়ায় এপিবিএনের অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০:১৩, ২৭ অক্টোবর ২০২৫
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুতুপালং ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকের বাসিন্দা মো. হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪২)।
রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ক্যাম্পের সি-৫ ব্লকে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন।
তিনি সমাজকালকে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দম্পতিকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।”
এ ঘটনায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দ ইয়াবা ও নগদ অর্থ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে।”
স্থানীয় সূত্র জানায়, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে সম্প্রতি ইয়াবা কারবার বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও মাদকচক্র সক্রিয় রয়েছে।
