মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক 

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকার অঙ্গীকার চীনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৮, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০৩, ২৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকার অঙ্গীকার চীনের

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকায় রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন, চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এবি পার্টির পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবি পার্টির প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চীনের ঘনিষ্ঠ আগ্রহের কথা তুলে ধরেন।

আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা শেষ হয়েছে। এখন সরকারের সিদ্ধান্তই নির্ধারণ করবে পরবর্তী ধাপ। আমরা আশা করি, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার দ্রুত এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবে।”

এ সময় তিনি দেশে গণভোট, নির্বাচন, ব্যবসায়িক পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও খোলামেলা মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা কঠিন। ফ্যাসিবাদী শাসনের পর অন্তর্বর্তী সরকার যে অর্থনৈতিক পুনর্গঠন করছে, তা ব্যাহত হলে স্থিতিশীলতা নষ্ট হবে।”

তিনি আরও বলেন, এবি পার্টির নীতিগত অবস্থান ও ঐকমত্য গঠনের প্রচেষ্টা প্রশংসনীয়। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় জনগণের ইচ্ছা যেন প্রতিফলিত হয়, সে বিষয়ে চীন আশাবাদী।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্টভাবে জানান, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় চীন সবসময় পাশে থাকবে।

বৈঠকে এসময় আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং এবং রাজনৈতিক কর্মকর্তা লিউ হংরু।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী