মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

৫ বছর পর হুতি কারাগার থেকে মুক্ত ইয়েমেনি মডেল ইনতিসার 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:৩২, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৮, ২৭ অক্টোবর ২০২৫

৫ বছর পর হুতি কারাগার থেকে মুক্ত ইয়েমেনি মডেল ইনতিসার 

প্রায় পাঁচ বছর পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশটির মডেল ও অভিনেত্রী ইনতিসার আল হাম্মাদি। রবিবার (২৬ অক্টোবর) তার আইনজীবী খালিদ আল কামাল এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইনতিসারের বিরুদ্ধে মামলাকে ‘অন্যায্য ও নির্যাতনে পরিপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-এর প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় ইনতিসারকে আটক করে বিদ্রোহীরা। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। পরে এক হুতি আদালত তাকে ‘অশোভন আচরণ’ ও ‘মাদকদ্রব্য রাখার’ অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।

ইনতিসারের সঙ্গে আরও তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ইনতিসার ও ইউসরা আল নাশরি একই মেয়াদের সাজা পান, আর বাকি দুই নারীকে যথাক্রমে এক ও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইনতিসারের গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়া নিয়ে শুরু থেকেই হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র সমালোচনা করে আসছিল। সংস্থাগুলো জানিয়েছে, ইনতিসারকে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং জোরপূর্বক কয়েকটি অপরাধের স্বীকারোক্তি আদায় করা হয়। এমনকি তাকে বর্ণবিদ্বেষমূলক গালাগালও দেওয়া হয়।

২০২১ সালে মানবাধিকারকর্মীরা জানিয়েছিলেন, কারাবাসের সময় চরম হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইনতিসার। 

ইয়েমেনের বহু বিশিষ্ট নাগরিক ও সংস্কৃতিকর্মী তার মুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ইনতিসারের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এখন অত্যন্ত জরুরি।

ইনতিসার আল হাম্মাদি ইথিওপীয় মা ও ইয়েমেনি বাবার সন্তান। গ্রেপ্তারের আগে চার বছর তিনি মডেল হিসেবে কাজ করেছেন এবং দুটি ইয়েমেনি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। সামাজিকমাধ্যমে তিনি ঐতিহ্যবাহী পোশাক, জিন্স বা লেদার জ্যাকেট পরিহিত বিভিন্ন ছবিতে হাজির হতেন। তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে হাজারো অনুসারী রয়েছে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে নারীদের ওপর সহিংসতা ভয়াবহভাবে বেড়েছে। জাতিসংঘ একে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী