‘শাপলা’ আদায় করার ঘোষণা সারজিস আলমের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩৮, ২৭ অক্টোবর ২০২৫
মার্কা হিসেবে ‘শাপলা’ আদায় করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “শাপলা প্রতীক না দিতে নানা টালবাহানা করা হচ্ছে। মার্কা হিসেবে শাপলা প্রতীকই চাই। শাপলা মার্কা নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে।”
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এ কথা বলেন।
এসময় এনসিপির এই নেতা ‘শাপলা’ আদায় করার দৃঢ় ঘোষণা দেন। তিনি বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই নেই। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করব। যদি প্রয়োজন হয়, রাজনৈতিকভাবে রাজপথে লড়াই করব। দেশের ৬৪ জেলায় এনসিপির অভ্যুত্থানের নেতারা রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবে।”
এসময় সারজিস আলম আরও বলেন, “অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া–পাওয়া শুধু নির্বাচনকেন্দ্রিক হতে পারে না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য নির্বাচন হোক। ফেব্রুয়ারিতেও সমস্যা নেই। আমরা কোনো স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেব না।”
তিনি উল্লেখ করেন, “এ কারণে জুলাই সনদে স্বাক্ষর করা হয়নি। কারণ, আইনগত ভিত্তি আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।”
এনসিপি টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
