ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৮৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৮, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০০, ২৭ অক্টোবর ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ছয় জন মারা গেছে। এ নিয়ে এ মাসের ২৭ দিনে রোগটিতে ৭১ জন মারা গেল। এটা এখন পর্যন্ত এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত সর্বোচ্চ মারা গেছে গত সেপ্টেম্বরে, ৭৬ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৬৯ জন মারা গেল।
গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের ২৭ দিনে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৮১ জন। এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৪২৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (২৭ অক্টোবর) বুলেটিনে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া ছয় জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে চার জন, ঢাকা দক্ষিণ সিটিতে একজন ও বরিশাল বিভাগের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মার্চ মাসে কেউ মারা যায়নি।
অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন ভর্তি হয়েছে এবং সেটা বছরের দ্বিতীয় সর্বোচ্চ রোগী।
দেশে ব্যাপকহারে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় ২০০০ সালে। সে বছর থেকেই স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
