চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে
প্রকাশ: ১৪:২৭, ২৭ অক্টোবর ২০২৫
স্বাস্থ্য খাতের পুরোনো ও জটিল কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম এখন আর কার্যকর নয়—এটি ভেঙে নতুনভাবে পুনর্গঠন করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নূরজাহান বেগম বলেন, “স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার, তার জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। দীর্ঘদিনের প্রশাসনিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হলে পুরোনো সিস্টেম ভেঙে নতুনভাবে গঠন করতে হবে।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় ক্যানসার হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি মেশিন কেনার প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যানসার। দেশে বছরে প্রায় ১৩ হাজার নারী এ রোগে আক্রান্ত হন, যার মধ্যে অর্ধেকেরই মৃত্যু হয়। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য, তাই সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
চিকিৎসকরা আরও জানান, বাংলাদেশেই এখন বিশ্বমানের চিকিৎসা সুবিধা রয়েছে। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করলে উন্নত দেশের মতোই নিরাময় সম্ভব।
