মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে

প্রকাশ: ১৪:২৭, ২৭ অক্টোবর ২০২৫

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে

স্বাস্থ্য খাতের পুরোনো ও জটিল কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম এখন আর কার্যকর নয়—এটি ভেঙে নতুনভাবে পুনর্গঠন করতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নূরজাহান বেগম বলেন, “স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার, তার জন্য এখনো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। দীর্ঘদিনের প্রশাসনিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হলে পুরোনো সিস্টেম ভেঙে নতুনভাবে গঠন করতে হবে।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় ক্যানসার হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি মেশিন কেনার প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যানসার। দেশে বছরে প্রায় ১৩ হাজার নারী এ রোগে আক্রান্ত হন, যার মধ্যে অর্ধেকেরই মৃত্যু হয়। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য, তাই সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

চিকিৎসকরা আরও জানান, বাংলাদেশেই এখন বিশ্বমানের চিকিৎসা সুবিধা রয়েছে। সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করলে উন্নত দেশের মতোই নিরাময় সম্ভব।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী