রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

সরকারি হাসপাতালে রক্ত নিয়ে ৫ শিশু এইচআইভি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:৪৯, ২৬ অক্টোবর ২০২৫

সরকারি হাসপাতালে রক্ত নিয়ে ৫ শিশু এইচআইভি আক্রান্ত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চিকিৎসা অবহেলার এক ভয়াবহ ঘটনায় সরকারি হাসপাতালে রক্ত নেয়ার পর পাঁচটি শিশু এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। পশ্চিম সিংভূম জেলার চাইবাসা সদর হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন সাত বছর বয়সী থ্যালাসেমিয়া রোগীও রয়েছে।
শুক্রবার ওই শিশুর পরিবার অভিযোগ করে যে, হাসপাতালে তাকে দেওয়া রক্ত সংক্রমিত ছিল। রক্ত নেয়ার পর শিশুর শরীরে সংক্রমণের লক্ষণ দেখা দেয়, এবং পরীক্ষায় এইচআইভি পজিটিভ ফলাফল আসে। অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাঁচি থেকে রাজ্যের স্বাস্থ্য বিভাগ একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম চাইবাসায় পাঠায়।
শনিবার তদন্তকারী চিকিৎসক দল হাসপাতালে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত আরও চার শিশুর দেহে এইচআইভি সংক্রমণ শনাক্ত করে। এতে আক্রান্ত শিশুদের মোট সংখ্যা দাঁড়ায় পাঁচে। আক্রান্ত সকলেই একই হাসপাতালে নিয়মিত রক্তসঞ্চালন পেত বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।
প্রাথমিক অনুসন্ধানে হাসপাতালের ব্লাড ব্যাংকে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। যথাযথ স্ক্রিনিং ছাড়াই রক্ত সরবরাহের প্রমাণ মিলেছে বলে সূত্র জানিয়েছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীনেশ কুমার জানিয়েছেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন। শিশু অধিকার সংগঠন ও জনস্বাস্থ্য সংস্থাগুলোও ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং রক্ত সরবরাহ ব্যবস্থার পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে।
এই ঘটনা আবারও সামনে এনেছে ভারতের অনেক সরকারি হাসপাতালের দুর্বল রক্তব্যবস্থাপনা ও পর্যবেক্ষণহীনতার ভয়াবহ বাস্তবতা। থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিরাপদ রক্ত সরবরাহ জীবন-মৃত্যুর প্রশ্ন—সেখানে প্রশাসনিক উদাসীনতা শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’