সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্র যাবে দেশের প্রথম ইংরেজি সিনেমা ’ডট’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:২৪, ২৭ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র যাবে দেশের প্রথম ইংরেজি সিনেমা ’ডট’

ইংরেজি ভাষায় নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র "ডট"। গত ৫ সেপ্টেম্বর দেশের কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এখন "ডট" যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর অপেক্ষা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে আগামী ৭ নভেম্বর  মুক্তি পাবে 'ডট'।

 গত সেপ্টেম্বরে নির্মাণ শেষ হওয়া সিনেমাটি মূলত নারী পাচারের ঘটনাকে কেন্দ্র করে। সিনেমাটির প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে 'ডট'।" ক্যালিফোর্নিয়ার পর যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে  প্রদর্শিত হবে সিনেমাটি।

বড়ুয়া মনোজিত ধীমন সিনেমাটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমায় বড়ুয়া মনোজিত ধীমনের সঙ্গে আরও অভিনয়শিল্পীরা হলেন- পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে।

সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে, নদীপাড়ের মানুষের প্রেম, ভালোবাসা আর টানাপোড়েনের গল্প। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া। গল্প প্রসঙ্গে ইমন জানান, “এটি একটি থিওরিটিক্যাল সিনেমা। একটি গ্রামের নদীর পাড়ের মানুষের জীবন চরিত্র নিয়ে। একজন নারী পাচারকারী, গ্রামের সরল মানুষের সঙ্গে মিশে তাদের ট্র্যাপে ফেলে কীভাবে তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে, তাদের ধ্বংস করে দেয় সেই চিত্র তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।"

সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। কুমিল্লার তিতাস উপজেলায় শুটিং হয় দেশের প্রথম ইংরেজি ভাষার সিনেমাটি। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ‘ডট’।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী