‘কন্যা’র অবস্থা খারাপ, বিক্রি হয়নি একটি টিকিটও
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০২, ২৭ অক্টোবর ২০২৫
গত শুক্রবার (২৪ অক্টোবর) মুক্তি পেয়েছে রফিকুল ইসলাম খান নির্মিত চলচ্চিত্র "কন্যা"।
রাজধানীর ১০টি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি কেরানীগঞ্জের একটি মাল্টিপ্লেক্স 'লায়ন সিনেমাস' এ প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির পর সেখানে প্রতিদিন দুটি করে শো চলছে, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়। তবে মুক্তির তিন দিন পার হলেও বিক্রি হয়নি একটি টিকিটও!
লায়ন সিনেমাসের ম্যানেজার হায়দার আলী জানান, ‘‘সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই চলেনি। ‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘বান্ধব’, ‘সাত ভাই চম্পা’- কোনোটাই দর্শক টানতে পারেনি। এখন ‘কন্যা’র অবস্থা আরও খারাপ, একটি টিকিটও বিক্রি হয়নি।’’
এর আগে চলতি মাসের ৩ তারিখে মুক্তি পেয়েছিল ব্যাচেলর ইন ট্রিপ ও বান্ধব। দুটি সিনেমাই ব্যর্থ হয়েছিল প্রেক্ষাগৃহে দর্শক টানতে।
রাজধানীর ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত "কন্যা" সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। আরও রয়েছেন রাশেদ মোরশেদ, শামীম, কাজী হায়াৎ, রেবেকা রউফ, আরিয়ান শুভসহ অনেকেই।
