জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:০৬, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:০৭, ৩০ অক্টোবর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এসেছে এক বড় সুখবর। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আর্থিক বাস্তবতা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান এবং শিক্ষার্থীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পরীক্ষার অতিরিক্ত ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তারা অভিযোগ জানিয়ে বিভিন্ন সময় ফি হ্রাসের প্রস্তাব দেয়। অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার ফি কমানোর উদ্যোগ নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, ফি হ্রাসের বিষয়ে বিস্তারিত প্রস্তাব সিন্ডিকেট বৈঠকে গৃহীত হয়েছে। এখন কলেজ অধ্যক্ষ ও নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে। তবে চলমান পরীক্ষার জন্য ইতোমধ্যে যারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের জন্য এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। নতুন ফি কাঠামো প্রথমে অনার্স চতুর্থ বর্ষ, পাশ কোর্স দ্বিতীয় বর্ষ এবং এর পরবর্তী সব পরীক্ষায় প্রযোজ্য হবে।
এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি অনেক অভিভাবকও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় আরও শিক্ষার্থী-বান্ধব পদক্ষেপ নেবে।
