জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৫, ৩০ অক্টোবর ২০২৫
রায়েরবাজার কবরস্থানে শনাক্তহীন বা বেওয়ারিশ জুলাই শহীদদের লাশের পরিচয় নির্ণয়ে এবার কাজ করবেন বিদেশি বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “রায়েরবাজার কবরস্থানে বেশ কয়েকজন জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে কাজ চলছে। এখন ওই লাশগুলো চিহ্নিত করতে বিদেশি এক্সপার্টরা সরাসরি এসে কাজ করবেন। সেখানে বিশেষ ল্যাবও স্থাপন করা হবে।”
শফিকুল আলম আরও জানান, “রায়েরবাজারে এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা একটি বড় ইস্যু এবং সরকার এ বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে।”
এসময় অন্যান্য আলোচনার মধ্যে তিনি বননীতির সংস্কার প্রসঙ্গেও কথা বলেন।
প্রেস সচিব জানান, ১৯৮৪ সালের পুরনো বননীতি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন নীতিতে বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগানো নিষিদ্ধ করা হবে। পাশাপাশি, দেশের বনভূমির ওপর চাপ কমাতে কাঠ আমদানি বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস সচিব বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক বন সংরক্ষণ ও পরিবেশ ভারসাম্য রক্ষাই এখন মূল লক্ষ্য। বিদেশি প্রজাতির গাছ স্থানীয় জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর, তাই ভবিষ্যতে এ ধরনের বৃক্ষরোপণ বন্ধ থাকবে।”
