নির্বাচনী প্রস্তুতিতে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৯, ৩০ অক্টোবর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, ভোট গণণার ফল বিশেষ খামে ডাকযোগে ইসিতে পাঠানো, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসি সূত্র।
ইসির রোডম্যাপ অনুযায়ী, আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। এরই মধ্যে মাঠপর্যায়ের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী উপকরণ সরবরাহ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।
সভায় অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, নৌ-পরিবহন, প্রবাসীকল্যাণ, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা।
এছাড়া উপস্থিত আছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শকসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা।
ইসি কর্মকর্তারা জানান, তফসিলের আগে-পরে, নির্বাচনের দিন এবং ভোটের শেষ সময় পর্যন্ত যার যা করণীয়, তা যেন সঠিকভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের সমন্বয়হীনতা না ঘটে— এ বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে সভায়।
ভোটে এসব মন্ত্রণালয় ও বিভাগের সক্রিয় অংশগ্রহণ থাকে — মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে ব্যালট পেপার আনা-নেওয়া, ভোটগ্রহণ, গণনা ও ফলপ্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়ায়।
