বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

নির্বাচনী প্রস্তুতিতে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৯, ৩০ অক্টোবর ২০২৫

নির্বাচনী প্রস্তুতিতে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে প্রথম আন্তঃমন্ত্রণালয় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত রয়েছেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, ভোট গণণার ফল বিশেষ খামে ডাকযোগে ইসিতে পাঠানো, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসি সূত্র।

ইসির রোডম্যাপ অনুযায়ী, আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। এরই মধ্যে মাঠপর্যায়ের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী উপকরণ সরবরাহ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

সভায় অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, নৌ-পরিবহন, প্রবাসীকল্যাণ, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা।

এছাড়া উপস্থিত আছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং কারা মহাপরিদর্শকসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা।

ইসি কর্মকর্তারা জানান, তফসিলের আগে-পরে, নির্বাচনের দিন এবং ভোটের শেষ সময় পর্যন্ত যার যা করণীয়, তা যেন সঠিকভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের সমন্বয়হীনতা না ঘটে— এ বিষয়ে নির্দেশনা দেয়া হচ্ছে সভায়।

ভোটে এসব মন্ত্রণালয় ও বিভাগের সক্রিয় অংশগ্রহণ থাকে — মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে ব্যালট পেপার আনা-নেওয়া, ভোটগ্রহণ, গণনা ও ফলপ্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়ায়।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন