বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

১০০ কর্মী পাঠাতে ব্যর্থ

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:০৩, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:১৩, ৩০ অক্টোবর ২০২৫

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

বিদেশের শ্রমবাজারে নির্ধারিত কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ায় ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সিগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ১০০ জন কর্মী বিদেশে পাঠানো বাধ্যতামূলক। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট ৪৫টি এজেন্সি এ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩–এর ধারা ১২(১) অনুযায়ী এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।

বাতিল হওয়া এজেন্সিগুলোর মধ্যে রয়েছে

মেসার্স সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড (আরএল-১৩৩৯), কক্সবাজার ওভারসিজ (আরএল-০০৫৮), ট্রান্সন্যাশনাল রিক্রুটিং সার্ভিসেস লিমিটেড (আরএল-১২৫০), ব্যাবিলন বাংলাদেশ লিমিটেড (আরএল-০২১৯), জেএসএস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আরএল-০৪৮০), মিলেনিয়াম ইন্টারন্যাশনাল (আরএল-০৮৩১), রাস ওভারসিজ লিমিটেড (আরএল-১৫৭৭), আল-সরদার ইন্টারন্যাশনাল (আরএল-১৭২২), লামিয়া ওভারসিজ (আরএল-১৩২৯), ট্রাস্ট রিক্রুটিং এজেন্সি লিমিটেড (আরএল-১৬০৫)।

এ ছাড়াও এশিয়ান ট্রাভেলস নেটওয়ার্ক লিমিটেড (আরএল-০৯৬৫), অলিম্পিয়া ইন্টারন্যাশনাল (আরএল-০৭৪৯), ইউনাইটেড বাংলাদেশ (আরএল-১১২৯), হাজী আল-মজিব কর্পোরেশন লিমিটেড (আরএল-১৬২৬), আল-রায়হান ইন্টারন্যাশনাল (আরএল-০৪৪৪) এবং রয়েল এশিয়া ট্রেড লাইন (আরএল-১৪৩০)-এর নামও রয়েছে এই তালিকায়।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিদেশগামী কর্মীদের সুরক্ষা ও বৈধ চ্যানেল নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও কর্মী পাঠাতে দক্ষতা প্রমাণ করতে হবে।

বাতিল হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে নতুন আবেদন গ্রহণে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন