১০০ কর্মী পাঠাতে ব্যর্থ
৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৩, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:১৩, ৩০ অক্টোবর ২০২৫
বিদেশের শ্রমবাজারে নির্ধারিত কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ায় ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সিগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ১০০ জন কর্মী বিদেশে পাঠানো বাধ্যতামূলক। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট ৪৫টি এজেন্সি এ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩–এর ধারা ১২(১) অনুযায়ী এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।
বাতিল হওয়া এজেন্সিগুলোর মধ্যে রয়েছে—
মেসার্স সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড (আরএল-১৩৩৯), কক্সবাজার ওভারসিজ (আরএল-০০৫৮), ট্রান্সন্যাশনাল রিক্রুটিং সার্ভিসেস লিমিটেড (আরএল-১২৫০), ব্যাবিলন বাংলাদেশ লিমিটেড (আরএল-০২১৯), জেএসএস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আরএল-০৪৮০), মিলেনিয়াম ইন্টারন্যাশনাল (আরএল-০৮৩১), রাস ওভারসিজ লিমিটেড (আরএল-১৫৭৭), আল-সরদার ইন্টারন্যাশনাল (আরএল-১৭২২), লামিয়া ওভারসিজ (আরএল-১৩২৯), ট্রাস্ট রিক্রুটিং এজেন্সি লিমিটেড (আরএল-১৬০৫)।
এ ছাড়াও এশিয়ান ট্রাভেলস নেটওয়ার্ক লিমিটেড (আরএল-০৯৬৫), অলিম্পিয়া ইন্টারন্যাশনাল (আরএল-০৭৪৯), ইউনাইটেড বাংলাদেশ (আরএল-১১২৯), হাজী আল-মজিব কর্পোরেশন লিমিটেড (আরএল-১৬২৬), আল-রায়হান ইন্টারন্যাশনাল (আরএল-০৪৪৪) এবং রয়েল এশিয়া ট্রেড লাইন (আরএল-১৪৩০)-এর নামও রয়েছে এই তালিকায়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিদেশগামী কর্মীদের সুরক্ষা ও বৈধ চ্যানেল নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও কর্মী পাঠাতে দক্ষতা প্রমাণ করতে হবে।
বাতিল হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে নতুন আবেদন গ্রহণে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়।
