বিপিএলে ফিক্সিংয়ে জড়িত সাংবাদিকরাও!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৩৯, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫৩, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং নিয়ে ফের ঝড় উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বাধীন তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে, শুধু ক্রিকেটার নয়— সাংবাদিক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাও এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন!
গত আসরের বিপিএল চলাকালীন সময়ে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। আগস্টে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রাথমিক প্রতিবেদন পান, আর সম্প্রতি হাতে এসেছে পূর্ণাঙ্গ রিপোর্ট।
এই প্রতিবেদনে দুর্নীতি, ম্যাচ পরিচালনা ও বোর্ডের অভ্যন্তরীণ ত্রুটি বিশ্লেষণ করা হয়েছে। তদন্তকারীরা কেবল সমস্যাই চিহ্নিত করেননি, বরং ‘রোডম্যাপ অব রিফর্ম’ নামে একটি কাঠামোবদ্ধ সংস্কার পরিকল্পনাও জমা দিয়েছেন।
বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, “আমরা ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন অ্যালেক্স মার্শালের হাতে দিয়েছি। তিনি অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবেন, এবং তার পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমরা চাই ড্রাফটের আগেই শাস্তির বিষয়টি নিশ্চিত করতে।”
আগামী ১৫ নভেম্বরের পর অনুষ্ঠিত হবে বিপিএল প্লেয়ার্স ড্রাফট।
শাখাওয়াত হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন— যাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যাবে, তাদের নাম ড্রাফটে অন্তর্ভুক্ত করা হবে না।
বিসিবি সহ-সভাপতি বলেন, “ড্রাফটের আগে যদি নাম পাই, তাদের রাখা হবে না। একটা কথা মনে রাখবেন— শুধু খেলোয়াড় না, সাংবাদিকও আছে, ম্যানেজমেন্টও আছে।”
তদন্তের এই অংশই ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে। কারণ বিপিএলের মতো বড় আসরে সংবাদকর্মী ও টিম কর্মকর্তাদের জড়িত থাকা বাংলাদেশের ক্রীড়া প্রশাসনে এক অভূতপূর্ব সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিপিএলের পরবর্তী পরিচালনা কমিটির বৈঠকে এই রিপোর্টের আলোচ্য বিষয় হিসেবে রাখা হবে বলে জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। শাখাওয়াত হোসেন বলেন, “আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে। ১৫ তারিখের পরে আমাদের ড্রাফট, এর আগে সব সিদ্ধান্ত পরিষ্কার হবে।”
