জেলের দিনগুলোয় এক সাধারণ কয়েদি রবিনহো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:০০, ৩০ অক্টোবর ২০২৫
একসময় রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের জার্সিতে মাঠ কাঁপানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো এখন বন্দি জীবন কাটাচ্ছেন সাও পাওলোর একটি জেলে। ধর্ষণের দায়ে নয় বছরের সাজা ভোগ করছেন এই ৪১ বছর বয়সী পতিত তারকা।
সম্প্রতি জেল থেকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে রবিনহো জানিয়েছেন, জেলে তার সঙ্গে অন্য কয়েদিদের মতোই আচরণ করা হয়—ফুটবলার ছিলেন বলে কোনো বাড়তি সুবিধা পান না।
তিনি বলেনম `অন্য কারাবন্দিদের মতো আমিও একই খাবার খাই, একই সময়ে ঘুমাতে যাই, একই সময়ে ঘুম থেকে উঠি। সপ্তাহে একবার রোববার ছুটির দিনে ফুটবল খেলার অনুমতি পাই।‘
রবিনহো আরও বলেন, `শনিবার বা রোববার দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকে। আমার স্ত্রী কখনো একা আসে না—আমাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসে। বড় ছেলেটা এখন ফুটবল খেলে, ছোট দুজন মায়ের সঙ্গে আসে।‘
তিনি জানান, দেড় বছর ধরে জেলে আছেন এবং কোনো বন্দির সঙ্গে কখনো ঝগড়া হয়নি। এমনকি ফুটবল খেলায়ও ঝামেলা হয়নি।
তিনি বলেন, `সবাই আমাকে একজন সাধারণ কয়েদি হিসেবেই দেখে।‘
২০১৩ সালের জানুয়ারিতে এসি মিলানে খেলার সময় ইতালিতে ধর্ষণ মামলায় জড়ান রবিনহো। দীর্ঘ আইনি লড়াই শেষে ইতালির আদালত তাকে নয় বছরের কারাদণ্ড দেয়। পরে ব্রাজিলে ফেরার পর আদালতের অনুমতিক্রমে তার সাজা কার্যকর হয় এবং ২০২৪ সালের মার্চ থেকে শুরু হয় রবিনহোর জেলজীবন।
এক সময় মাঠে গতি, কৌশল ও ড্রিবলিংয়ে ভক্তদের মাতানো এই তারকা এখন এক সাধারণ কয়েদির জীবনযাপন করছেন—ফুটবলের গ্ল্যামার থেকে পতনের এক কঠিন বাস্তবতা।
