শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৯, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২২, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন শায়লা রহমান তিথি। আগামীকাল ৩১ অক্টোবর ২০২৫ তারিখেও একাডেমির একই মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনী চলবে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু এবং সাবিকুন্নাহার কাঁকন। চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন তাপস দাস ও কামাল বায়েজিদ।
‘ঝরা পাতার চিঠি’ এমন এক মানুষের আত্মঅনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপোড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন। ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত এই চলচ্চিত্র মানবজীবনের জটিল আবেগ ও সিদ্ধান্তের গভীরে প্রবেশ করে।
প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা, পাশাপাশি দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, মিউজেসিয়াম মীর মাসুম, গীতিকার ও সুরকার মো. আবুল বাশার, বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমান, সাহিত্যিক ও কবি ঝর্না রহমান, খান নজরুল ইসলাম হান্নান (নির্বাহী পরিচালক, অবারিত বাংলা), কোহিনূর কোম্পানি ও প্রাণ আরএফএল গ্রুপ-এর প্রতিনিধিবৃন্দসহ শতাধিক সুধীজন।
পরিচালক শায়লা রহমান তিথি বলেন,“‘ঝরা পাতার চিঠি’ মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই এই চলচ্চিত্রের মর্মবস্তু।”
স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন
প্রদর্শনী চলবে: ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
