শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৯, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২২, ৩০ অক্টোবর ২০২৫

শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’-এর প্রিমিয়ার শো। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন শায়লা রহমান তিথি। আগামীকাল ৩১ অক্টোবর ২০২৫ তারিখেও একাডেমির একই মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনী চলবে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, স্বর্ণালী চৈতী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক বাবু এবং সাবিকুন্নাহার কাঁকন। চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন তাপস দাস ও কামাল বায়েজিদ।

‘ঝরা পাতার চিঠি’ এমন এক মানুষের আত্মঅনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপোড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন। ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত এই চলচ্চিত্র মানবজীবনের জটিল আবেগ ও সিদ্ধান্তের গভীরে প্রবেশ করে।

প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা, পাশাপাশি দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সংগীত শিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, মিউজেসিয়াম মীর মাসুম, গীতিকার ও সুরকার মো. আবুল বাশার, বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমান, সাহিত্যিক ও কবি ঝর্না রহমান, খান নজরুল ইসলাম হান্নান (নির্বাহী পরিচালক, অবারিত বাংলা), কোহিনূর কোম্পানি ও প্রাণ আরএফএল গ্রুপ-এর প্রতিনিধিবৃন্দসহ শতাধিক সুধীজন।

পরিচালক শায়লা রহমান তিথি বলেন,“‘ঝরা পাতার চিঠি’ মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই এই চলচ্চিত্রের মর্মবস্তু।”
স্থান: বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চিত্রশালা মিলনায়তন
প্রদর্শনী চলবে: ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন